সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় জামিন পেলেন সাবেক এমপি হাবিব
সাতক্ষীরার কলারোয়া শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুল ইসলাম হাবিবের ১০ বছরের কারাদণ্ড বাতিল করে হাইকোর্ট তাকে খালাস দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হাবিবুল ইসলাম হাবিবের করা রিভিশন আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
তবে এই মামলার অন্য আসামিদের রিভিশন আবেদনের শুনানি না হওয়ায় তাদের বিষয়ে কোনো রায় দেননি হাইকোর্ট। হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমিনুল ইসলাম এবং ফাইলিং ল’ইয়ার ছিলেন তার স্ত্রী শাহানারা আক্তার বকুল।
ট্যাগস :