পঞ্চগড়ে মাদক মামলায় হাজতে সরকারি স্কুলের শিক্ষক
পঞ্চগড়ে মাদক মামলায় মাহাবুব আলম (৪৫) নামের এক শিক্ষককে হাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযুক্ত শিক্ষক বোদা পৌর এলাকার সরদার পাড়া এলাকার সলিমউদ্দিন আহম্মেদের ছেলে। তিনি উপজেলার ব্যাংকহাড়ি কার্জীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এর আগে বুধবার রাতে পুলিশ বোদা উপজেলার পাইলট গার্লস স্কুল সংলগ্ন অমল চন্দ্র বর্মনের ওষুধ দোকানের পেছন থেকে তাকে আটক করে। দেহ তল্লাশি করে নেশার কাজে ব্যবহৃত একটি লাইটার, ফুয়েল পেপার, পোড়ানো ছাই ও এক পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটের খোসা পাওয়া যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, আটকের পর তাকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কর্তব্যরত চিকিৎসক ছাড়পত্রে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যবহারের প্রমাণ উল্লেখ করেন। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান মন্ডল বলেন, “ঘটনা শুনেছি। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”