লাখাইয়ে পুলিশের অভিযানে সন্দেহভাজন আসামি গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে এক সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ লেবু মিয়া, যিনি মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামের সাজু মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সাহা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ রাত্রিকালীন টহলরত অবস্থায় সুনেশ্বর গ্রামের বাজারে মোঃ লেবু মিয়াকে গভীর রাতে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।
আটকের পর পুলিশের প্রশ্নের জবাবে লেবু মিয়া সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এ কারণে তাকে কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী বিষয়টি নিশ্চিত করে জানান যে, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।