চাকরি দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ
আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি চাকরি দেওয়ার নাম করে বুলবুল হোসেন এবং তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে ৪৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক জিয়ারুল ইসলাম জিয়া, যিনি রাজশাহী জেলার কাটাখালি থানার মাসকাটাদীঘি এলাকার ইয়াদ আলীর ছেলে।
ভুক্তভোগী বুলবুল হোসেন, যিনি রাজপাড়া থানার গোলজারবাগ এলাকার জয়নাল আলীর ছেলে, মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০২২ সালের ১৫ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ও তার আত্মীয়-স্বজন ২৫ লাখ টাকা প্রদান করেন। পরে ২০২৩ সালের ৫ ডিসেম্বর চেকের মাধ্যমে ২০ লাখ টাকা এবং ২০২৪ সালের ২০ জানুয়ারি আরও ২০ লাখ টাকা জমা দেন জিয়াউর ইসলাম জিয়ার কাছে।
বুলবুলের আত্মীয় তুষার আহম্মেদ জানান, সাবেক সিটি মেয়র এইএসএম খায়রুজ্জামান লিটনের অত্যন্ত কাছের ব্যক্তি জিয়াউর, যার কারণে তারা তার কাছ থেকে চাকরি নিশ্চিত হওয়া আশ্বাস পেয়ে ৪৫ লাখ টাকা প্রদান করেন। তবে, চাকরি না পাওয়ার পর ব্যাংকে গিয়ে দেখা যায়, জিয়াউর ইসলামের দেওয়া চেকের হিসাব নাম্বারে কোনো টাকা নেই।
এ বিষয়ে বুলবুল হোসেন আরও বলেন, তিনি এবং তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বহুবার জিয়াউরের কাছে টাকা ফেরত চেয়েছেন, কিন্তু জিয়াউর বার বার অজুহাত দিয়ে টাকা ফেরত দেয়নি। বরং তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করছে।
এখনও পর্যন্ত তার কোনো প্রতিকার মিলেনি এবং তিনি প্রশাসনের কাছে বিষয়টির দ্রুত সমাধান দাবি করেছেন।