অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার সার্থে ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ, ২৫ ফেব্রুয়ারি, কুয়েট সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি সকালে, কুয়েট শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভিসির বাসভবনে তালা লাগানোর চেষ্টা করেন। শিক্ষার্থীরা দুপুর ১২টায় ভিসির বাসভবনের সামনে উপস্থিত হয়ে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে বলেন, “৫ মিনিট সময় দিচ্ছি, ভিসির বাসভবনে কেউ থাকলে বেরিয়ে আসুন।” এর পর তালা লাগানোর চেষ্টা করলে, ভেতরে থাকা বেশকিছু শিক্ষক শিক্ষার্থীদের কাছে এসে তাদের উদ্দেশ্যে বলেন, “আমরা তোমাদের ভালো চাই, তোমরাও আমাদের ভালো চাও। আমরা সবাই কুয়েটিয়ান, তাহলে কিভাবে আমরা নিজেদের চাওয়া পাওয়ায় কুয়েটের ভালো হয়, সে চেষ্টা করো, আমরাও সে চেষ্টা করছি।” এই আলোচনার পর, শিক্ষার্থীরা ভিসির বাসভবনে তালা না লাগিয়ে ফিরে যান।
এ ঘটনায়, বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. ফারুন হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন। পরে, শিক্ষার্থীরা তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন, যা দুর্বার বাংলার সামনে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।