অভয়নগরে রানাগাতী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
অভয়নগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রানাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. শামীম মল্লিক। তিনি অনুষ্ঠানে তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
শুভরাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাছিমের পৃষ্ঠপোশকতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তাজবীর হোসেন তাজু, মনিরুজ্জামান মনির, মাসুম ফারাজী, এবং জাকারিয়া হোসেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শুভরাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল সালাম ফকির। উপস্থিত ছিলেন শুভরাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাচ্চু মল্লিক, বাংলাদেশ জামায়তে ইসলামী শুভরাড়া ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান লিটন, রানাগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, এবং দাতা সদস্য হাবিব হোসেন ফরাজী।
এ প্রতিযোগিতায় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়, এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।