কালাইয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জয়পুরহাটের কালাই উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উত্তম মৎস্য চাষ ব্যবস্থাপনা (GAP) বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, সিনিয়র সহকারী পরিচালক তারাপদ চৌহান এবং কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম। প্রশিক্ষণে অত্র উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীদের অংশগ্রহণে আধুনিক ও উন্নত মৎস্য চাষ প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় মৎস্য চাষের আধুনিক কৌশল, উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং পরিবেশবান্ধব মৎস্য চাষের নানা দিক তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারী মৎস্য চাষীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
এ কর্মশালার মাধ্যমে মৎস্য চাষীরা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে তাদের চাষাবাদ পদ্ধতিতে উন্নতি আনতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।