টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৬ জন আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকার যাদুকাটা নদীতে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনকারী ৬ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ব্যাটালিয়ন লাউরগড় বিওপি হতে আনুমানিক ১ কি.মি. দক্ষিণ-পশ্চিমে উপজেলার বাঁধাঘাট ইউনিয়নের জামালের চর, শিমুলিয়া এলাকায় যাদুকাটা নদীতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম, তাহিরপুর থানার এসআই মো. শফিকুল ইসলাম, ৫ জন পুলিশ সদস্য, ৪ জন আনসার সদস্য এবং লাউরগড় বিওপি হতে নায়েব সুবেদার মো. তফসির তরফদারসহ ৭ জন বিজিবি সদস্যসহ মোট ১৯ জন সদস্য অংশগ্রহণ করেন। অভিযানে ৬ জন নৌকার মাঝি/বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামিদের তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। টাস্কফোর্সের অভিযান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।