চেকপোস্ট মানবিক সোসাইটি নামে সামাজিক সংগঠনের ছাড়পত্র প্রদান
“চেকপোস্ট মানবিক সোসাইটি” নামে একটি নতুন সামাজিক সংগঠনের নামের ছাড়পত্র প্রদান করেছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী সংগঠনটির ছাড়পত্র প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জালাল উদ্দীন, সংগঠনের সভাপতি শেখ শাহাউর রহমান বেলাল, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল, যুগ্ম সম্পাদক ইউনুছ আলী তালুকদার। এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সমাজসেবামূলক কার্যক্রম শুরু করবে এবং জনগণের কল্যাণে অবদান রাখবে।
“চেকপোস্ট মানবিক সোসাইটি” একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, এবং নারী ও শিশু নির্যাতন, পাচার ও অপহরণ রোধে কাজ করার উদ্দেশ্যে গঠিত। “চেকপোস্ট মানবিক সোসাইটি” ফ্রি রক্তদান সেবা, পরিবেশ সংরক্ষণ, আইনি সহায়তা প্রদানসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনের উদ্যোক্তারা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কারভাবে তুলে ধরেছেন, তাদের বিশ্বাস, এই উদ্যোগটি সমাজের দরিদ্র ও অবহেলিত জনগণের জন্য একটি আশার আলো হবে এবং দেশের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের পরিকল্পনা, সালিশের মাধ্যমে সমস্যা সমাধান, আইনি সহায়তা প্রদান এবং বিভিন্ন মামলা পরিচালনা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করা।
এটি জনগণের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সংগঠনের সদস্যরা আশা করেন, এর মাধ্যমে সমাজে মানবিক কাজের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।