বাগেরহাটের মোংলায় যুবলীগের ইমরানসহ আটক-৩
বাগেরহাটের মোংলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মোংলা পৌর যুবলীগের সহ-সম্পাদক মো. ইমরান হাওলাদারসহ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মোংলা উপজেলার মিঠাখালি ও পৌর শহর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-পৌর যুবলীগের সহ-সম্পাদক মো. ইমরান হাওলাদার, মিঠাখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ননী গোপাল তাফালী এবং মিঠাখালী গোয়ালিমেঠ এলাকার আওয়ামী লীগ কর্মী আয়তুল্লাহ শেখ।
মোংলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযানে নতুন করে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ট্যাগস :