নগরীর বয়রা পুজাখোলায় আগুনে পুড়েছে ৬টি দোকান
খুলনা মহানগরীর বয়রা পুজাখোলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আজ দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নগরীর বয়রা পুজাখোলা এলাকায় লেপ-তোষক তৈরির একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের এলপি গ্যাস বিক্রির দোকানসহ আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
খুলনা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সংবাদ পাওয়ার পর দুপুর ১টার দিকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকেল ১টা ৩৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মতিয়ার রহমান বলেন, “খবর পেয়েই দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়েছে। সেখানে পাশাপাশি তিনটি দোকান ছিল—একটি পেট্রল, ডিজেল, অকটেন ও মবিলের দোকান, একটি তুলার দোকান এবং আরেকটি কাঠের দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।”