মাধবপুরে “বিগ ক্লিন ডে” পালন করল চারু সিরামিক
পরিচ্ছন্ন ফ্যাক্টরি গড়ার লক্ষ্যে চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাধবপুরে “বিগ ক্লিন ডে” পালন করেছে। মঙ্গলবার সকালে ফ্যাক্টরির ভেতর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির প্রায় ৫০-৬০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। তাঁরা ফ্যাক্টরির অভ্যন্তর ও বাইরের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে প্রতিষ্ঠানটি “পরিচ্ছন্ন ফ্যাক্টরি” হিসেবে ঘোষণা করা হয়।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিনিয়র জিএম কামাল উদ্দিন ও এইচআর এডমিন ম্যানেজার জাহেদ মোর্শেদ। উপস্থিত ছিলেন একাউন্টস ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার প্রহ্লাদ বারুই, মডেল ডিপার্টমেন্টের ম্যানেজার সান্টু পাল, ইন্সপেকশন অ্যান্ড স্প্রে ডিপার্টমেন্টের ম্যানেজার আমিনুল ইসলাম, ফাইনাল ইন্সপেকশন ডিপার্টমেন্টের হেড এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা।
এ বিষয়ে ইন্সপেকশন অ্যান্ড স্প্রে ডিপার্টমেন্টের ম্যানেজার আমিনুল ইসলাম জানান, পরিচ্ছন্নতার বার্তা সবার কাছে পৌঁছে দিতেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন। ফাইনাল ইন্সপেকশন ডিপার্টমেন্টের হেড এনামুল হক বলেন, “আমরা প্রতিদিন ফ্যাক্টরির ভেতর পরিচ্ছন্ন রাখি, এবার বাইরের পরিবেশের দিকেও নজর দিয়েছি।”
চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে রাস্তার পাশে ডাস্টবিন থাকলেও অনেকেই তা ব্যবহার করেন না, বরং আশপাশে ময়লা ফেলে পরিবেশ নোংরা করেন। এ বিষয়ে সচেতনতা বাড়াতে ফ্যাক্টরির কর্মীরা নিজেরাই পরিচ্ছন্নতার কাজে নেমেছেন।
উল্লেখ্য, মাধবপুর উপজেলার মানিকপুর এলাকায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিত চারু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে প্রায় ১,২০০ জন কর্মী কাজ করেন। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণকে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।