বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে পথসভায় বক্তব্য রাখেন সাবেক ভিপি ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল শাফি লিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
এ সময় বক্তারা আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিতের দাবি জানান। তারা বলেন, বিএনপির সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রথমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুনভাবে কর্মী সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। এরপর ইউনিয়ন কমিটি গঠন করে তারপর সম্মেলন আয়োজন করা উচিত বলে তারা মত প্রকাশ করেন।