এ.কে.এম হারুন-অর-রশীদের নির্বাচনী ইশতেহার নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
আজ ১৭ ফেব্রুয়ারি, সোমবার বিকাল ৩টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌরবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী এ.কে.এম হারুন-অর-রশীদ তার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করেন। তিনি জানান, পৌরবাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে— বাজারের অনিরাপদ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পৌরসভার উন্নয়ন বাজেট থেকে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা করা, এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৌরবাজার ভিট পুলিশিং কার্যক্রম চালু করা।
তিনি আরও বলেন, মোট ১১টি নির্বাচনী প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে, যা ব্যবসায়ী ও সমর্থকদের মাঝে লিফলেটের মাধ্যমে বিতরণ করা হয়েছে। সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত গ্রহণ করেন।
প্রসঙ্গত, দীর্ঘ ২১-২২ বছর পর আগামী ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পৌরবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে মোট ৮৭৪ জন ভোটার চারটি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে লড়ছেন তিনজন, যার মধ্যে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ.কে.এম হারুন-অর-রশীদ।
এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।