দোহারে প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত
ঢাকার দোহারে ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ প্রকল্প ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) এর অধীনে প্রবাসবন্ধু ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জয়পাড়ার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবাসবন্ধু ফোরামের দোহার শাখার সভাপতি শামীম আরমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর আল মুবিন রহমান, সহ-সভাপতি হেলেনা বেগম, সাধারণ সম্পাদক মো: আল আমিন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রিনা, তথ্য ও প্রচার সম্পাদক কাজী রাজীব, এবং সদস্য উজ্জল মাহমুদ, তানিয়া সুলতানা, সুরভী ইসলাম, বিল্লাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে প্রোগ্রাম অর্গানাইজার রাবেয়া বসরি আঁখি উপস্থিত ছিলেন।
সভায় বিদেশ ফেরতদের পুনর্বাসন, নিরাপদ অভিবাসন ব্যবস্থা, এবং অভিবাসীদের অধিকার সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। প্রবাসবন্ধু ফোরাম দোহারসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে আয়োজকরা জানান।