বিরহ প্রকাশ
বিরহ প্রকাশ
মো.ওবায়দুর রহমান::
মুখভার সন্ধ্যাবেলায় মুমূর্ষু সূর্যের গায়ে
লজ্জায় আড়ষ্ট অবনত রমনীর মতো
রক্তিম শরবিন্দু জেগে ওঠে!
রূপচাঁদা মুখে তাহার বিটুমিন অন্ধকার৷
…শরমিন্দার ঘোমটা তুলে
দিন লুকালো রাতের কোলে।
আর, আলোভূক অন্ধকারে তোমায় ছাড়া
যখন আমার শব্দভূক এই রাত কাটে না৷
স্বপ্নমাফিক অপেক্ষমান তখন আমি
উদিত রবির কিরণ মাখা তুলিতে আঁকি-
তোমার জন্য সু-প্রভাত৷
তুমি আমার প্রথম সকাল, সারাটাদিন…
রাত্রিজুড়ে তুমি আমার অহরহ বিরহ প্রকাশ৷।
ট্যাগস :