শোক বার্তা
সাংবাদিক মামুন খান কিবরিয়ার পিতার ইন্তেকালে আমরা শোকাহত
গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, সাংবাদিক মামুন খান কিবরিয়ার পিতা আব্দুল শহিদ খান গত ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ৩টা ২০ মিনিটে হবিগঞ্জ শহরের নিজ বাসভবনে পরলোকগমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি পাঁচ সন্তান, দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার তাঁর নিজ বাড়ি মক্রমপুর ইউনিয়নের হেয়ালা গ্রামের জামে মসজিদের ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
আব্দুল শহিদ খান ছিলেন একজন সজ্জন, বিদগ্ধ ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তিনি সততা, নীতি ও মূল্যবোধের মশাল জ্বালিয়ে গেছেন, যা তাঁর সন্তানদের জীবন ও কর্মে প্রতিফলিত হয়েছে। তাঁর মৃত্যু শুধুমাত্র তাঁর পরিবারের জন্য নয়, আমাদের সকলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
চেকপোস্ট পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দিন।