দিনাজপুরে প্রীতি’স বিউটি ডাইভ’র উদ্বোধন
১৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিনাজপুর শহরের মালদহপট্টি চুড়িপট্টি এলাকার বিশ্ব রঙ শোরুম এর উপর তোলায় প্রীতি’স বিউটি ডাইভ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রীতি দাস, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, ফুলের মালা কেটে এই কার্যক্রমের সূচনা করেন। এসময় প্রতিষ্ঠানটির কর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী প্রীতি দাস বলেন, “বর্তমান বিশ্বে সবকিছু আধুনিকায়ন হচ্ছে, এবং আমাদের চারপাশে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সাজসজ্জার দিক থেকেও আধুনিকতা এসেছে, তাই আমি আধুনিক সাজ সরঞ্জাম, বিদেশি প্রসাধনীসহ নানা উপকরণ নিয়ে প্রীতি’স বিউটি ডাইভ শুরু করেছি।”
তিনি আরও বলেন, “এখন থেকে দিনাজপুরবাসী এখানে আধুনিক সাজসজ্জার সকল সুবিধা পাবেন। আমাদের এখানে ব্রাইডাল সাজ, বিভিন্ন ধরনের ফেসিয়াল, মেনিকিউড সহ নানা সেবা পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে এসব সেবায় ১৩ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে।”