দুই উপজেলায় ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিভাগের প্রতিনিধিগণ বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দুই উপজেলায় ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের প্রস্তাবনা নিয়ে মতবিনিময় সভা করেছেন। দোহার উপজেলার লটাখোলা নতুন বাজার মার্কেট এবং নবাবগঞ্জের সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাব সিফাত বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের সংস্কারের লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করতে উত্সাহিত করেন। এছাড়া, তিনি এই বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যে, “অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে সদস্য হিসেবে থাকা সম্ভব হবে না।”
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক শ্যামলী সুলতানা এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ সালেহীন অয়ন, মাসুদুর রহমান আদনান, নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাবগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি শাকিল আহমেদ, ইসরাত রুমি, সৌরভী আক্তার চাঁদও সভায় অংশ নেন।
এ সভায় দেশের সামাজিক ও রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয় এবং যুবসমাজের সম্মিলিত চেষ্টার মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের গুরুত্ব তুলে ধরা হয়।