অযোগ্য প্রার্থী যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হয় – রাবি ভিসি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সম্প্রতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সালেহ হাসান নকীব। তিনি জানান, অনেক বছর পর রাবিতে শিক্ষক নিয়োগ শুরু হতে যাচ্ছে এবং এই প্রক্রিয়ার সঙ্গে নীতিমালা সংস্কারের কাজও চলবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি বলেন, “দুর্নীতি এবং দলান্ধতার কারণে এই প্রক্রিয়া অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে।” তবে তিনি এও জানিয়ে দেন যে, নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ বোর্ডের গুরুত্ব অনেক বেশি। তিনি বলেন, “খারাপ মানুষ, কিন্তু ভালো নীতিমালা কাজ করে না।” এর মানে হলো, যোগ্য ব্যক্তি যদি বোর্ডে থাকে তবে কোনও ফাঁকফোকর দিয়ে অযোগ্য প্রার্থী নিয়োগের সুযোগ থাকবে না।
অধ্যাপক সালেহ হাসান নকীব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগের নিয়োগ কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেগুলো শিগগিরই শুরু হবে। বেশ কিছু বিভাগ পুরোপুরি প্রস্তুত নয় এবং তাদের নতুন সার্কুলার দিতে হবে। তিনি বলেন, “আমাদের দায়িত্ব হল যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেওয়া, আর এজন্য প্রশাসন এই দিকটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের এই পদে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক নকীব তাঁর কর্মকাল সীমিত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিয়ে যেতে চাই।” তবে তিনি মনে করেন, নিয়োগ প্রক্রিয়া এবং নীতিমালা সংস্কারের কাজ সঠিকভাবে শুরু হয়েছে এবং এ কাজে সকলের সদিচ্ছা এবং সহযোগিতা প্রয়োজন।
তিনি তার স্ট্যাটাসে যোগ করেন, “বিশ্ববিদ্যালয়ের ভালো চাইলে আস্থা রাখতে হবে। আমাদের কাজই হবে আমাদের পরিচয়।”