মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও নতুন কমিটি গঠন
মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নবাব বাড়ি নামের একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মাসুম বিল্লাহ খাঁন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামছুল হুদা, সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান লিটন, ছাত্র ও যুব সম্পাদক মুহাম্মদ আবুল কালাম, সদস্য মুহাম্মদ আব্দুল কাইয়ুম এবং ইসলামী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম. জাহেদুর রহমান। এছাড়াও ছাত্র প্রতিনিধি তানজিল আহমেদ, সৈয়দ মাহদী হাসান ও নাগরিক কমিটির সৈয়দ বুরহান উদ্দিন খাঁন উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণভাবে ইসলামের আদর্শ প্রচারে কাজ করে যাচ্ছে। তারা চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনের শুরুতে হাফেজ নজরুল ইসলামের কণ্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয় এবং শপথবাক্য পাঠ করানো হয়।
নবগঠিত ৩৫ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি সোলাইমান গাজী, সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুজাহিদী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলী আকবর আল হোসাইনী।
সম্মেলনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর শাখা এক বর্ণাঢ্য মিছিল বের করে, যা মহাসড়কসহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।