রামপালে আওয়ামী লীগ ও ছাত্রলীগ বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বাগেরহাটের রামপাল উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেন। উপজেলার বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই মিছিলের নেতৃত্ব দেন বাগেরহাট জেলার যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান নোমান, সাথে ছিলেন সাব্বির হোসেন, তায়েব নূরসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের অংশে ভাঙচুর চালায়। পরে তারা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের বাড়িতে ঢুকে ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘোষণা দেয় যে, পলাতক স্বৈরাচারী হাসিনার কোনো কর্মকাণ্ড রামপালে করার চেষ্টা করা হলে, তাদের উৎখাত করা হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে সারা দেশে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর জের ধরেই রামপালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।