ফিল্মি স্টাইলে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২
চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি ভবনে মঙ্গলবার দুপুরে ডাকাতির চেষ্টা করেছে তিন ডাকাত। তবে দ্রুত যৌথবাহিনীর অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে অবস্থিত একটি ভবনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে তিন ডাকাত ভবনটির ভিতরে ঢুকে। তারা পূর্বে ওই ভবনে কাজ করতেন। ওই ভবনের মালিক মোহাম্মদ লোকমান, যিনি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়েরের জামাতা।
ডাকাতরা প্রথমে তার বাসায় আক্রমণ করে, পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। দুই ডাকাত পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা একজনকে ধরে ফেলে, অন্যজন পালিয়ে যায়। অপর ডাকাত ভবন মালিককে তার বাসার বাথরুমে বন্দী করে রাখে এবং তার গলায় ছুরি ধরে পুলিশকে খবর দিলে ছুরি চালিয়ে দেয়ার হুমকি দেয়।
সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, দুপুর ১২টায় পুলিশ খবর পেয়ে পুরো ভবন ঘিরে ফেলে এবং র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখানে যোগ দেয়। পুলিশ পাঁচ মিনিটের অপারেশনে ভবন মালিক লোকমানকে উদ্ধার করে, যিনি কিছুটা আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়। তাকে রক্ষা করতে পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
গ্রেফতারকৃত ডাকাতদের নাম বায়েজিদ এবং আকাশ, তারা তিনজনই ভবন মালিকের সহকারি হিসেবে কাজ করতেন। পলাতক আসামির নাম এখনও জানা যায়নি, তবে তাকে ধরতে অভিযান চলছে।
এই ঘটনায় সিএমপি কমিশনার হাসিব আজিজের নেতৃত্বে থানা পুলিশ, বিশেষায়িত সোয়াত এবং ডিবি টিমের অভিযান চলছে।