খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘শেখ বাড়ি’
খুলনার ময়লাপোতা এলাকায় অবস্থিত ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটি ঘিরে ফেলে এবং পরে দুটি বুলডোজার দিয়ে প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে। বাড়িটি সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সোহেল উদ্দিনের বাসস্থান হিসেবে পরিচিত ছিল।
এ সময় ছাত্র-জনতা ‘শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’ স্লোগান দেয়। এর আগে ৪ ও ৫ আগস্ট বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।
একই দিন ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সন্ধ্যার পর থেকে ছাত্র-জনতা সেখানে জড়ো হয়ে ‘জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে’ এবং ‘জনে জনে খবর দে, আওয়ামী লীগের কবর দে’ স্লোগান দেয়।
উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।