রাউজানে দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের উদ্বোধন আগামী শুক্রবার
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নিশ্চয়তা দিতে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’। আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হাসপাতালের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন।
হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
হাসপাতালটির বিশেষ সেবাসমূহের মধ্যে রয়েছে গাইনি বিভাগ, নবজাতক শিশু ও এনআইসিও বিভাগ, ডায়াবেটিক ফুট কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক, ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স পরিষেবা, চক্ষু বিভাগ, নাক-কান-গলারোগ বিভাগ, মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ, দন্ত চিকিৎসা, ওটি এবং অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা।
হাসপাতাল উদ্বোধনের পর এটি রাউজান, রাঙ্গুনিয়া, রাঙ্গামাটি, বান্দরবানসহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।