ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন মুড়িয়াউক গ্রামের উদ্যমী কৃষক

লাখাইয়ে সরিষা চাষী জিসান জেলায় শ্রেষ্ট

এম.এ ওয়াহেদ::

লাখাইয়ের তেলজাতিয় ফসল সরিষার সফলতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরিষা চাষীর পুরষ্কার পেয়েছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন মুড়িয়াউক গ্রামের উদ্যমী কৃষক ফজলে রাব্বি জিসান।
মঙ্গলবার (৫ জুন) হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি)এ দুপুর বেলা এক জেলার বিভিন্ন উপজেলা সফল সরিষা চাষীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ প্রথম পুরুষ্কার ও সনদপত্র তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মতিউজ্জামান।

হবিগঞ্জ খামার বাড়ীতে আয়োজিত তেলজাতিয় ফসলের সফল কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কৃষক সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মতিউজ্জামান।

এতে আরোও উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক বনি আমিন খাঁনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।

লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় সরিষা চাষে অপার সম্ভাবনাময় অঞ্চল লাখাই মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের উদ্যমী কৃষক ফজলে রাব্বি জিসান এ বছর লাখাইয়ে প্রথম বারের মতো বারি -১৮ জাতের সরিষা আবাদ করে কাংখিত ফলন পেয়েছে। এ বারি-১৮ জাতের সরিষা -১৮ তে ইউরিক অ্যাসিড এর উপস্থিতি নেই বললেই চলে তাই এ জাতের সরিষার জনস্বাস্থ্যের জন্য খুবই হিতকর।কেনোলা জাতীয় ফসল সরিষা বারি-১৮ জাতের সরিষা আবাদ করে সাফল্যে ও এর উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করায় জেলায় শ্রেষ্ঠ পুরুষ্কার অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বছর মৌসুমে শাকসবজি ও ফসল চাষী ১৫ বিঘা জমিতে বারি-১৪, বারি-১৭, বারি-১৮ জাতের সরিষা আবাদ করে আশানুরূপ ফলন পেয়েছে এবং প্রায় ১ টন সরিষার বীজ সংরক্ষন করেছে।

এ বিষয়ে কৃষক ফজলে রাব্বি জিসান বলেন জেলায় প্রথম পুরুষ্কার পেয়ে আমি আবেগে আপ্লূত। আমি প্রতি বছরের ন্যায় এ বছরও অন্যান্য ফসলের পাশাপাশি সরিষার নতুন জাত বারি-১৮ আবাদ করেছি। ফলনও হয়েছে আশানুরূপ। তবে তাতে প্রথম পুরুষ্কার পুরুষ্কৃত হবে তা কখনও ভাবিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন জনস্বাস্থ্যের জন্য উপকারী কেনোলা নামে পরিচিত বারি -১৮ জাতের সরিষা আবাদ করে সাফল্যের মাধ্যমে ফজলে রাব্বি জিসান লাখাই এর জন্য গৌরব বয়ে এনেছে।জিসানের সাফল্যে অন্য কৃষকরা অনুপ্রাণিত হবে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
৫১৯ বার পড়া হয়েছে

উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন মুড়িয়াউক গ্রামের উদ্যমী কৃষক

লাখাইয়ে সরিষা চাষী জিসান জেলায় শ্রেষ্ট

আপডেট সময় ১০:০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

লাখাইয়ের তেলজাতিয় ফসল সরিষার সফলতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সরিষা চাষীর পুরষ্কার পেয়েছে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন মুড়িয়াউক গ্রামের উদ্যমী কৃষক ফজলে রাব্বি জিসান।
মঙ্গলবার (৫ জুন) হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি)এ দুপুর বেলা এক জেলার বিভিন্ন উপজেলা সফল সরিষা চাষীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ প্রথম পুরুষ্কার ও সনদপত্র তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মতিউজ্জামান।

হবিগঞ্জ খামার বাড়ীতে আয়োজিত তেলজাতিয় ফসলের সফল কৃষকদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান কৃষক সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মতিউজ্জামান।

এতে আরোও উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপপরিচালক বনি আমিন খাঁনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দ।

লাখাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় সরিষা চাষে অপার সম্ভাবনাময় অঞ্চল লাখাই মুড়িয়াউক ইউনিয়ন এর মুড়িয়াউক গ্রামের উদ্যমী কৃষক ফজলে রাব্বি জিসান এ বছর লাখাইয়ে প্রথম বারের মতো বারি -১৮ জাতের সরিষা আবাদ করে কাংখিত ফলন পেয়েছে। এ বারি-১৮ জাতের সরিষা -১৮ তে ইউরিক অ্যাসিড এর উপস্থিতি নেই বললেই চলে তাই এ জাতের সরিষার জনস্বাস্থ্যের জন্য খুবই হিতকর।কেনোলা জাতীয় ফসল সরিষা বারি-১৮ জাতের সরিষা আবাদ করে সাফল্যে ও এর উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করায় জেলায় শ্রেষ্ঠ পুরুষ্কার অর্জন করতে সক্ষম হয়েছে।
এ বছর মৌসুমে শাকসবজি ও ফসল চাষী ১৫ বিঘা জমিতে বারি-১৪, বারি-১৭, বারি-১৮ জাতের সরিষা আবাদ করে আশানুরূপ ফলন পেয়েছে এবং প্রায় ১ টন সরিষার বীজ সংরক্ষন করেছে।

এ বিষয়ে কৃষক ফজলে রাব্বি জিসান বলেন জেলায় প্রথম পুরুষ্কার পেয়ে আমি আবেগে আপ্লূত। আমি প্রতি বছরের ন্যায় এ বছরও অন্যান্য ফসলের পাশাপাশি সরিষার নতুন জাত বারি-১৮ আবাদ করেছি। ফলনও হয়েছে আশানুরূপ। তবে তাতে প্রথম পুরুষ্কার পুরুষ্কৃত হবে তা কখনও ভাবিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন জনস্বাস্থ্যের জন্য উপকারী কেনোলা নামে পরিচিত বারি -১৮ জাতের সরিষা আবাদ করে সাফল্যের মাধ্যমে ফজলে রাব্বি জিসান লাখাই এর জন্য গৌরব বয়ে এনেছে।জিসানের সাফল্যে অন্য কৃষকরা অনুপ্রাণিত হবে।