চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর হরিণ শিকারিদের হামলা, থানায় জিডি
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন চুনকুড়ি বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদারের ওপর হরিণ শিকারিদের হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুনকুড়ি গ্রামের হরিনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সজল মজুমদার জানান, অভিযুক্ত ব্যক্তিরা এর আগে হরিণ শিকারের অভিযোগে মামলা হয়েছিল, যার ফলে তারা ক্ষিপ্ত হয়ে তার ও সহকর্মীদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, গত ২৭ জানুয়ারি পার্শ্ববর্তী মীরগাং বন টহল ফাঁড়ির দায়ের করা বন মামলায় (মামলা নং- ০১/মরগাংঅব ২০২৪-২৫) অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া, ২৮ জানুয়ারি শিংহড়তলী খাল থেকে তিনি একটি জীবিত হরিণ উদ্ধার করে অবমুক্ত করেন। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাকে ও তার সহকর্মীদের হুমকি দিতে থাকে।
রবিবার সন্ধ্যায় চুনকুড়ি গ্রামের আজগার মোড়লের ছেলে আনিছুর রহমান (৩৫), মৃত মোছার আলী মোড়লের ছেলে মোঃ আবিয়ার রহমান (৩৫) এবং মৃত ওয়াহেদ আলী সরদারের ছেলে আব্দুর রহিম সরদার (৪৩) তাদের পথরোধ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় তারা মারধরের চেষ্টা চালায় এবং অস্ত্র লুট করার হুমকি দেয়।
এ ঘটনায় সজল মজুমদার ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি ট্র্যাকিং নম্বর: WL2VR8, জিডি নম্বর: ৮৭।
স্থানীয় এক ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান যে অভিযুক্ত আনিছুর রহমান আগে মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন, তবে বর্তমানে তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বলছে, বন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।