জুলাই গনহত্যার বিচারের দাবিতে খুলনায় ছাত্র শিবিরের মিছিল
ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে খুলনা মহানগর ইসলামী ছাত্র শিবির একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে। আজ জুম্মার নামাজ শেষে নিউমার্কেট বায়তুন নুর জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে রয়েল মোড় চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি রাকিব হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। তিনি বলেন, “প্রায় ছয় মাস হয়ে গেছে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি খুনিদের বিচার কার্যকর করার জন্য। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা জুলাই আন্দোলনে আমাদের ভাই-বোনদের ওপর গুলি চালিয়েছে, তাদের বিচারের জন্য পদক্ষেপ নেওয়া উচিত।”
আরাফাত হোসেন মিলন বলেন, “সিরিয়ার নতুন সরকার ক্ষমতা গ্রহণের তিন দিনের মধ্যে ৩৫ জন সৈরাচার সরকারের দোসরকে মৃত্যুদণ্ড দিয়েছে। আমাদের এখানে খুনিদের বিচার প্রক্রিয়া এত দেরি হচ্ছে কেন? অতিদ্রুত সময়ে ফ্যাসিস্ট পলাতক খুনিদের বিচার করতে হবে।”
তিনি আরও বলেন, খুলনা নগরীতে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে এবং সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র খুন হওয়ার বিষয়টি উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি শান্তি ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান তিনি।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরের সাবেক সভাপতি মুশাররফ আনসারী, সাবেক সভাপতি আব্দুল আওয়াল, খুলনা মহানগর সাবেক সভাপতি জাহিদুর রহমান নাঈম, সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খুলনা জেলা উত্তর সভাপতি ইউসুফ ফকির, বাগেরহাট জেলা সভাপতি মোর্শেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।