ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল”-এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল ও সাবেক সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ জনাব মোহাম্মদ গোলাম হাফিজ নাহিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল আলীম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল হারেস সরকার, সিনিয়র সহ-সভাপতি, বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা, জনাব আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, ঝাউগড়া ইউনিয়ন, মোঃ আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ শাজাহান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জনাব এ.কে.এম রেজাউল করিম শাহাজাদা, জেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী (অবঃ) জনাব আলহাজ্ব আব্দুল হালিম সরকার, ঝাউগড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মোফাজ্জল হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক, বিএনপি ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা, জনাব মাজেদুল ইসলাম মাজেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, যুবদল ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা, মোঃ মোবারক হোসেন সুমন, সাধারণ সম্পাদক, ছাত্রদল ১০নং ঝাউগড়া ইউনিয়ন শাখা, জনাব আসিফ হাসান মোখলেস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্যারেড প্রদর্শন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক জনাব মোহাম্মদ এ লতিফ। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।