খুলনায় অস্ত্র ও বোমাসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে অস্ত্র ও বোমাসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। আজ ৩০ জানুয়ারি দুপুরে নগরীর নিরালা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন যশোর কোতোয়ালি থানার নাজির শংকরপুর এলাকার মো. রেজাউল ইসলামের ছেলে মো. শান্ত ইসলাম এবং বেজপাড়া এলাকার মৃত মুরাদ হোসেন মুন্নার ছেলে মো. আলিমুল হোসেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল নিরালা আবাসিক এলাকার ২৯ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযানে মো. শান্ত ইসলাম ও মো. আলিমুল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি শর্টগানের কার্তুজ এবং প্লাস্টিকের তৈরি লাল-সাদা রঙের হটপটের ভেতরে রাখা লাল-কালো কসটেপ মোড়ানো দুটি ককটেল সদৃশ হাতবোমা উদ্ধার করা হয়।
এ ঘটনায় খুলনা সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের উৎস এবং এসব দিয়ে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, এই অস্ত্র কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কি না, কারা এ অস্ত্রের ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত, এসব তথ্য উদঘাটনের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত শান্ত ইসলামের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা ও একটি মাদকের মামলা সহ মোট চারটি মামলা রয়েছে। অপরদিকে, আলিমুল হোসেনের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এই ধরনের অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।