পার্বতীপুরে রেললাইনে সার বোঝাই ট্রাক বিকল, তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের কাছে হলদিবাড়ি রেলগেটে ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ায় তিন ঘণ্টার জন্য রেল যোগাযোগ বন্ধ ছিল। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থেকে আসা অতিরিক্ত ইউরিয়া সার বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট, ১৮-৮৫৪৯) হলদিবাড়ি রেলগেট পারাপারের সময় হঠাৎ চাকার স্প্রিং ভেঙে বিকল হয়ে পড়ে। ফলে পার্বতীপুর থেকে ঢাকা, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, রেললাইনের দুই পাশের সড়কের বেহাল দশার কারণে এ ধরনের ঘটনা প্রায়শই ঘটে। এলাকাবাসী হলদিবাড়ি রেলগেটের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন।
রেলওয়ে নিরাপত্তা কর্মী ও রেল পুলিশের প্রচেষ্টায় দুপুর ১টার দিকে বিকল ট্রাকটি সরানো হয়। রিলিফ ট্রেন ইনচার্জ হাসানুর রহমান জানান, তিন ঘণ্টার চেষ্টায় ট্রাকটি সরিয়ে রেললাইন মুক্ত করা হয়েছে এবং রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
এই ঘটনার কারণে যাত্রীদের ভোগান্তি হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় রেল চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়েছে রেল কর্তৃপক্ষ।