খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদে এবং তার জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। সোমবার (২৭ জানুয়ারি) খুলনার খালিশপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা কর্মসূচি পালন শুরু করেন।
গত রোববার (২৬ জানুয়ারি) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আলী আজিমকে গ্রেফতার করে এবং খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনার প্রতিবাদে পদ্মা, মেঘনা এবং যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
কর্মবিরতির কারণে খুলনাসহ বিভাগের ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। শ্রমিকরা জানিয়েছেন, আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
ট্যাংকলরী সমিতির সহ-সভাপতি মোশাররফ হোসেন অভিযোগ করেন, আলী আজিমকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এনাম মুন্সিসহ শ্রমিক নেতারা খুলনা মেট্রোপলিটন পুলিশের (ডিসি নর্থ) কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় বৈঠকে বসেছেন। তবে বৈঠক থেকে এখনো কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। যদি বৈঠকে সমাধান না আসে, তবে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন।
এই পরিস্থিতিতে ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়িক কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে। সংশ্লিষ্টরা দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।