বীরগঞ্জে ২০ অসচ্ছল নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে ২০ জন অসচ্ছল নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে দ্বিতীয় ধাপে সোমবার (২৭ জানুয়ারি) সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন পেয়ে নারীরা তাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নেতৃত্বে দরিদ্র, বিধবা এবং কর্মহীন নারীদের স্বনির্ভর করতে দেশজুড়ে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ এবং মেশিন বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে বীরগঞ্জের অসচ্ছল নারীদের মাঝে মেশিন তুলে দেওয়া হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী। অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ধলু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি রাশেদুন্নবী বাবু, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ অসচ্ছল নারীদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিচ্ছে। এই ধরনের মানবিক কাজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সেলাই মেশিন পেয়ে সাথী বেসরা (১৫) বলেন, বাবার মৃত্যুতে আমাদের জীবনে অন্ধকার নেমে এসেছিল। বসুন্ধরা গ্রুপের সেলাই প্রশিক্ষণ নিয়ে এখন আমি নিজে কিছু করার শক্তি পেয়েছি।
আঁখি আক্তার (২১) বলেন, “স্বামীর অবহেলায় সন্তানদের মানুষ করতে আমাকে একাই লড়াই করতে হচ্ছে। সেলাই মেশিন পেয়ে আমি আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছি।
শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ নারীদের আর্থিক স্বাধীনতার পাশাপাশি তাদের জীবনে নতুন আলো দেখাচ্ছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ গ্রামীণ নারীদের জীবনমান উন্নত করতে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে।