দিনাজপুরে হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-দিনাজপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে স্পন্সরশীপ কর্মসূচির আওতাভুক্ত হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে বার্ষিক উপহার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্পন্সরশীপ কার্যক্রমের তালিকাভুক্ত শিশুদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোঃ মনিরুজ্জামান। প্রোগ্রামটি পরিচালনা করেন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ। এ ছাড়া বক্তব্য দেন স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার বিপ্লব ক্লেমেন্ট মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা হতদরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এই কার্যক্রমে ৩,৪৭০ জন আরসি শিশু, ৪৩ জন নন-আরসি শিশু এবং ৩৭ জন অনাথ শিশুর মাঝে ১৪,২০০টি খাতা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু শিশুদের শিক্ষা সহায়তায় নয়, তাদের স্বপ্ন পূরণেও ভূমিকা রাখে। শিক্ষার প্রতি অনুরাগী করতে এবং ভবিষ্যৎ নির্মাণে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের আয়োজকরা শিশুদের জন্য এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।