চিরিরবন্দরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন
জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” স্লোগানে দিনাজপুরের চিরিরবন্দরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জানুয়ারি (রবিবার) উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীবৃন্দ।
এবারের মেলায় উপজেলার ২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিটি প্রতিষ্ঠানের স্টলে বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রযুক্তিগত প্রদর্শনী এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা মেলাকে প্রাণবন্ত করে তুলেছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তারা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবনী প্রকল্প এবং প্রদর্শিত মডেলগুলোর প্রশংসা করেন।
মেলার আয়োজকরা জানান, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলার পাশাপাশি তাদের উদ্ভাবনী দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।