শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ! আটক ১
জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শেরপুর সদর থানার পুলিশ একটি অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে। অভিযানের সময় একজনকে আটক করা হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে, শেরপুর সদর উপজেলার ধাতিয়াপাড়া এলাকায়। পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে বইগুলো উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি হলেন মাইদুল (২৮), পিতা হারেজ আলী, গ্রাম কেরোয়ার চর, থানা চিলমারী, জেলা কুড়িগ্রাম।
জানা গেছে, উদ্ধারকৃত বইগুলো অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। তবে সেগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারির সিজি জামান পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
শেরপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। বইগুলো বর্তমানে সদর থানায় সংরক্ষিত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।