নগরীতে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ ২ জন আটক: কেএমপি প্রেস ব্রিফিং
খুলনা নগরীতে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ দুইজনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকস টিম। আজ দুপুর ২টায় সোনাডাঙ্গা মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খুলনা মহানগর পুলিশের ডিসি (উত্তর) মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা মডেল থানার পুলিশ জানতে পারে যে, একটি পিকআপে ৬-৭ জন ডাকাত দল মহানগরীতে প্রবেশ করেছে।
পুলিশ ময়ুর ব্রিজের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর চেষ্টা করলে এটি দ্রুতগতিতে পালাতে শুরু করে। পুলিশ ধাওয়া করলে পিকআপটি রূপসা থানাধীন কুদির বটতলায় পৌঁছায়। সেখানে স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।
আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চারটি রামদা, একটি চাপাতি, একটি কাটার, একটি লোহার পাইপ, দুইটি রড এবং পিকআপটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, মো. মিজানুর রহমান ওরফে মিজান শেখ (৩৫), পিতা মৃত এসকেন শেখ, রামপাল, মোল্লারহাট, বাগেরহাট, ইয়াদ আলী (৩২), পিতা বরকত আলী, ফয়লা, রামপাল, বাগেরহাট।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মিজানুর রহমান আন্তঃজেলা ডাকাত দলের প্রধান। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি এবং দস্যুতার আটটি মামলার তথ্য পাওয়া গেছে।
আটকদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৪, তারিখ ২৩/০১/২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড)। পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান আরও জোরদার করা হবে।