ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ছাত্রসংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি-এর ২০২৫ সালের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ঢাবি টিএসসির শহিদ মুনীর চৌধুরী মিলনায়তনে সিলেট বিভাগের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের আহমাদ রায়হান ফারহি এবং সাধারণ সম্পাদক হয়েছেন হবিগঞ্জের মোফাজ্জল হোসেন। এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সমঝোতার ভিত্তিতে মো. শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং রুবেল আহমেদ রাহীকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. জাকি হাসান ইফতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন ঢাবি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ হারুন মিয়া। নির্বাচনে সহযোগী ছিলেন মো. মনসুর রাফি, মো. রেজোয়ান আহমদ, শামছুল আরেফিন সাহান, শায়লা আক্তার লুবনা, মারিয়া আক্তার।
ভোটগ্রহণ বিকাল ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে। সভাপতি পদে ফারহি ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, আর সাধারণ সম্পাদক মোফাজ্জল পান ১০২ ভোট। উভয়েই একই প্যানেলের প্রার্থী ছিলেন।
সভাপতি হিসেবে নির্বাচিত রায়হান ফারহি মৌলভীবাজার সদরের শমসেরগঞ্জ দৌলতপুরের বাসিন্দা। তিনি মৌলভীবাজার লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি এবং মাড়কোনা দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা রুহুল আমিনের বড় পুত্র। রায়হান ফারহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে স্নাতকোত্তর অধ্যয়নরত।
রায়হান ফারহি সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে। নবনির্বাচিত কমিটি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।