দেবীগঞ্জে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের অংশগ্রহণে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি, মঙ্গলবার দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আইয়ুব আলী, সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম আহ্বায়ক এ এইচ এম তোবারক হোসেন হ্যাপী, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও চেয়ারম্যান আব্দুল হালিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়ক ওয়াসিস আলম।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, সংবাদকর্মী এবং অন্যান্য পেশাজীবীরাও কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ১২টি গ্রুপে ভাগ করা হয়। তাদেরকে শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন সরকারি সেবার অনিয়ম, দুর্নীতি এবং সংস্কার নিয়ে মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়।
গ্রুপগুলোর প্রস্তাব ও অভিব্যক্তিগুলো পরে একত্রিত করা হয় এবং সেগুলো বিশ্লেষণ করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যার সমাধান এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাদের চিন্তা-ভাবনা তুলে ধরেন।
এই কর্মশালার মূল লক্ষ্য ছিল তারুণ্যের দৃষ্টিতে ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে আরও উন্নত, সুশাসিত এবং সমৃদ্ধ করা যায়, তা নির্ধারণ করা। তাদের মতামত সরকার এবং স্থানীয় প্রশাসনের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।