বকশীগঞ্জে ড্রেজার মেশিনে অবৈধ বালু উত্তোলন বন্ধ ঘোষণা
জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বগারচর ইউনিয়নের আলীরপাড়া সিংগিডোবা বিলে এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে একটি চক্র অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে ওই বিলে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযানের সময় ড্রেজার মালিকের উপস্থিতি না থাকায় বালু উত্তোলনের যাবতীয় যন্ত্রাংশ ধ্বংস করে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, “অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় জনগণ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ প্রাকৃতিক সম্পদ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।