অভয়নগরে যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলা
যশোরের অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও অভয়নগর উপজেলা যুবদলের অন্যতম নেতা শেখ অশিমুল বারি। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় আটটি সেলাই দেন এবং তাকে ভর্তি করে নেন।
ভাটপাড়ার স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা যায়, ৫ই আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির মধ্যে ক্ষমতা ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে নিয়মিত গন্ডগোল চলছে। এর ধারাবাহিকতায় গত ২০ জানুয়ারি দু’পক্ষের প্রভাব বিস্তার নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বাচ্চু মোল্লা নামে স্থানীয় বিএনপি নেতা গুরুতর আহত হন।
এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় কসাই বাড়ি ও মুন্সী বাড়ি গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে শেখ অশিমুল বারির উপর হামলার রূপ নেয়।
ঘটনার পরপরই অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক কাজি গোলাম হায়দার ডাব্লু ঘটনাস্থলে উপস্থিত হন। তারা হামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু সমাধান ও দলীয় সংঘাত বন্ধে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেছেন।