রাজশাহীর বাগমারায় সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম
রাজশাহীর বাগমারায় এক সেনাকর্মকর্তাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত সেনাকর্মকর্তা ইয়াছিন আলী (৪৩) সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট এবং উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন শতক জমি নিয়ে ইয়াছিন আলীর সঙ্গে একই গ্রামের কাদের আলী ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার ইয়াছিন আলী ওই জমিতে চাষাবাদের জন্য গেলে কাদের আলী ও তার ছেলে শামীম হোসেন বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষরা হাসুয়া নিয়ে তাকে ধাওয়া করে। রাস্তায় ধরে তাকে কুপিয়ে আহত করে। এতে তার হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে।
আহত ইয়াছিন আলী জানান, হামলার পর তিনি পালিয়ে বাড়িতে গেলে সেখানেও হামলা চালানো হয়। পরে স্থানীয় হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
ইয়াছিন আলী অভিযোগ করেছেন, প্রতিপক্ষরা তার জমি দখলের চেষ্টা করছে। তিনি আরও জানান, একই বিরোধ থেকে ২০০১ সালে তার ছোট ভাই সাইফুল ইসলামকেও হত্যা করা হয়েছিল।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।