সুন্দরবনে বেপরোয়া হরিণ শিকার, ২৫ কেজি মাংস ও ফাদ জব্দ
সুন্দরবনের জোংড়া এলাকায় বন বিভাগের অভিযানে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ফাঁদ সহ বিপুল পরিমাণ অপরাধী উপকরণ জব্দ করা হয়েছে। গতকাল গোপন তথ্যের ভিত্তিতে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তারা অভিযানে বের হন এবং সুন্দরবনের গভীর অঞ্চলে গোপন ক্যাম্পে তল্লাশি চালান।
এ সময়, শিকারীরা বন বিভাগ কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। তবে বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২৫ কেজি হরিণের মাংস, তার মাথা, পা এবং চামড়া সহ শিকার করতে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ ফাঁদ, সুতা ও দড়ি উদ্ধার করেন।
এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শিকারীদের শনাক্তকরণের জন্য অভিযান চালানো হচ্ছে। বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, “চোরা শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে বন বিভাগ, যাতে সুন্দরবনের হরিণসহ অন্যান্য প্রাণীকে সুরক্ষা দেওয়া যায়।