খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত
খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আজ (২০ জানুয়ারি) সকাল ১০টায় একটি কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বয়রা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
কল্যাণ সভায় বিগত সভায় গৃহীত প্রস্তাবসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের সমষ্টিগত দাবি-দাওয়ার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। কমিশনার মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ পুলিশে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া ৯ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করে তাদের প্রতি সম্মান জানানো হয়।
সভায় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ একেএমএন করিম শীতকালীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আলোচনা করেন। তিনি শীতকালীন সবজি ও ফলমূল খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণের পরামর্শ দেন।
পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেন,”শীতে সুস্থ থাকতে পুষ্টিসম্মত খাবার খেতে হবে এবং সকল সদস্যের কল্যাণে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে।
কল্যাণ সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কুতুবউদ্দিনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাটি পুলিশ সদস্যদের কল্যাণ ও দক্ষতা উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়।