সাতক্ষীরায় আপন ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে থানায় অভিযোগ
সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের বাসিন্দা ফারুকুল ইসলাম তার আপন ভাই ও ফুফাতো ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
ফারুকুল ইসলাম তার অভিযোগে জানান, তারা দুই আপন ভাই এবং ফুফাতো ভাইদের মধ্যে যৌথভাবে ১০ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে ৪ শতাংশ জমি পৈত্রিক সূত্রে তাদের ভাগে পড়ে। তিনি সরল মনের মানুষ হওয়ায় তার ছোট ভাই আওয়ামী লীগ সমর্থক মাসুদুল ইসলাম এবং ফুফাতো ভাই মনিরুল ইসলাম একত্রিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা করে তাকে ক্ষতিগ্রস্ত করছেন।
ফারুকুল ইসলাম আরও জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে সমঝোতার জন্য তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে আপোষ বণ্টনের চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে সাড়া না দিয়ে তারা তাকে হয়রানি করতে ষড়যন্ত্র শুরু করে। জমি মাপজরিপ করে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করলে ছোট ভাই মাসুদুল ইসলাম তা প্রত্যাখ্যান করেন। পিতা-মাতার মৃত্যুর পর তিনি ৪ শতাংশ জমির প্রাপ্য হন, কিন্তু মাসুদুল ইসলাম সম্পত্তির অধিকাংশ অংশ নিজের দখলে রেখে তার জমি ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
অভিযোগে ফারুকুল ইসলাম উল্লেখ করেন, তার ছোট ভাই মাসুদুল ইসলাম এবং ফুফাতো ভাই মনিরুল ইসলাম শত্রুতা ও বিরোধ সৃষ্টি করে বিভিন্নভাবে হয়রানি এবং ষড়যন্ত্র চালাচ্ছেন। এমনকি সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরিফুল ইসলামের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলেও পরিবেশ অধিদপ্তর তার জমিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। অভিযোগ রয়েছে, বিবাদীরা অর্থের বিনিময়ে পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করেছে।
ফারুকুল ইসলাম আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিবাদীরা ক্ষমতার অপব্যবহার করে তাদের প্রভাব খাটিয়েছে এবং বর্তমানে তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব কারণে তিনি এবং তার পরিবার ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে মান-সম্মানের ক্ষতি করা হচ্ছে।
গত ১৭ জানুয়ারি সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।