খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ৫
খুলনার ডুমুরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মফিজুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনাটি আজ ১৯ জানুয়ারি সকাল ১১টায় ডুমুরিয়া থানার চুকনগরের সর্দার বাড়ি বটতলা এলাকায় ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী বাস চুকনগর এলাকায় দ্রুতগতিতে একটি ভ্যানগাড়িকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের ৬ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা মফিজুল ইসলাম, ফারুক হোসেন, এবং কৌশি রায়সহ আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হলে সেখানে মফিজুল ইসলাম মারা যান।
নিহত মফিজুল ইসলাম সাতক্ষীরার মধু মোল্লার ডাঙ্গী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানান, দ্রুতগতি ও চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।