নিরাপদ খুলনা গড়ার প্রত্যয়ে কেএমপির ভবিষ্যৎ পরিকল্পনা
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নিরাপদ খুলনা গড়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। আজ ১৯ জানুয়ারি সকাল ১১টায় কেএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে কেএমপির চলমান অভিযানের বিভিন্ন সফলতা তুলে ধরা হয়। খুলনায় অপরাধ দমন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। নাগরিক সচেতনতা বৃদ্ধি: সকল পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম। যৌথ চেকপোস্ট স্থাপন: বিভিন্ন মোড়ে পুলিশ চেকপোস্ট স্থাপন। অভিযান পরিচালনা: বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত ক্রাইম স্পটগুলোতে নিয়মিত অভিযান। শীর্ষ সন্ত্রাসী ধরতে উদ্যোগ: ১২ জন শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারে পুরস্কার ঘোষণা।
কেএমপি কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, এওয়ারনেস কার্ড বিতরণ: প্রতিটি নাগরিককে নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এই কার্ড বিতরণ করা হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনে উৎসাহ প্রদান: নগরজুড়ে নজরদারি বাড়াতে সিসিটিভি স্থাপন কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করা। ইজিবাইক চালকদের প্রশিক্ষণ: ট্রাফিক আইন মানতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে ইজিবাইক চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা। ম্যারাথন রেস ও দ্রুত হাঁটা প্রতিযোগিতা: শারীরিক সুস্থতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে এ আয়োজন। ২১ ফেব্রুয়ারি শিশু-কিশোরদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন: এই দিন হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সালেহ মোঃ রায়হান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ কুতুবউদ্দিন, ডিসি সাউথ মোঃ মনিরুজ্জামান মিঠু এবং কেএমপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।