খুলনা সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু
খুলনা সার্কিট হাউজে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা প্রহরী জহিরুল ইসলাম (৩৮) ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ১৮ জানুয়ারি বিকাল ৪টা ২১ মিনিটে খুলনা সদর থানাধীন সার্কিট হাউজে ডিউটিরত অবস্থায় তিনি হঠাৎ মেঝেতে পড়ে যান। সার্কিট হাউজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জহিরুল ইসলাম অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো আজও তিনি ডিউটিতে নিয়োজিত ছিলেন। দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জহিরুল ইসলামের মৃত্যুতে সার্কিট হাউজ কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে এবং বিষয়টি নিশ্চিত করেছে। তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :