সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
![](https://checkpost.com.bd/wp-content/uploads/2025/01/Check-Image-263.jpg)
Checkpost.com.bd হল একটি অনলাইন নিউজ পোর্টাল, যা সর্বশেষ এবং সঠিক খবর প্রদান করে বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত। আমাদের লক্ষ্য হল পাঠকদের জন্য সময়োপযোগী এবং বিশ্লেষণমূলক সংবাদ সরবরাহ করা, যা তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, সামাজিক ইস্যু, সংস্কৃতি, এবং বিনোদন সহ বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সর্বশেষ খবর এবং প্রতিবেদন তুলে ধরার মাধ্যমে পাঠকদের নিশ্চিত করে থাকি একসাথে সমৃদ্ধ এবং তথ্যসমৃদ্ধ অভিজ্ঞতা। Checkpost.com.bd তে রয়েছে নিরপেক্ষতা এবং সঠিক তথ্যের প্রতি অঙ্গীকার, যা আমাদের পাঠকদের মাঝে বিশ্বাস সৃষ্টি করে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় এক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ ১৮ জানুয়ারি সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এই আয়োজন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), খুলনা মহানগর শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জাসাস আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কে এম জলিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও মননের বিকাশে লেখাপড়ার পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। এটি শিশুদের সৃজনশীলতা এবং জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। প্রতিটি পিতা-মাতার উচিত ছোটবেলা থেকেই তাদের সন্তানদের এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন। আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ঈসা, জাসাস খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নিশাত এবং জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিকেল ৪টায় পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনটি শিশু-কিশোরদের মধ্যে সৃজনশীল চেতনা বৃদ্ধিতে অনুপ্রেরণা যুগিয়েছে বলে মন্তব্য করেছেন আয়োজকরা।