লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. পারভেজ মিয়া ও মো. জনি মিয়া।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে পুলিশের উপপরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ এবং সহকারী উপপরিদর্শক আবেদ আলী সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালান। অভিযানে মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামে অবস্থানরত নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. রেনু মিয়ার ছেলে মো. পারভেজ মিয়া এবং একই গ্রামের সুরুক মোল্লার ছেলে মো. জনি মিয়া (প্রকাশ মো. জনি) গ্রেপ্তার হন।
গ্রেপ্তারকৃতদের লাখাই থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, “আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করছি। তাদের শুক্রবার (১৭ জানুয়ারি) হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশের এ ধরনের অভিযান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।